জীবনের নানা রঙ, নানা রূপ। এক জীবনে সকল রং ও রূপের দেখা মেলে না। তাই শিল্পী বারবার তার দেখার ক্ষেত্র পরিবর্তন করেন। অনেক সময়ই শিল্পীর এই পরিবর্তনকে অস্থিরতা বলা হয়। মূলত নানা দিক থেকে দেখার প্রচেষ্টাটাই হলো শিল্পের প্রাণ। এই প্রচেষ্টার ভিতর দিয়ে সে চলমান জগতকে নানাভাবে প্রকাশ করার চেষ্টা করে। সাধারণ মানুষের কাছে যা অস্থিরতা, শিল্পীর কাছে তা সৌন্দর্য-সন্ধানের ধ্যান।